ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বাড়ায় রেলওয়ে ব্রিজের ঝুঁকি বিবেচনায় সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বাড়ায় রেলওয়ে ব্রিজের ঝুঁকি বিবেচনায় সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। নদ-নদীর পানি কমতে থাকায় প্রাথমিক পর্যায়ে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে সিলেট-চট্টগ্রাম রুট এখনো বন্ধ রয়েছে। গতকাল এ তথ্য জানান সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার আবু নাসের মো. রাসেল।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট ট্রেন লাইন স্বাভাবিক হয়। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়েছে। কালনী এক্সপ্রেস বেলা ৩টায় ঢাকা থেকে ছেড়েছে। সিলেট স্টেশন থেকে সুরমা মেইল রাত ৯টায় এবং উপবন এক্সপ্রেস রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঝুঁকিপূর্ণ রেলওয়ে সেতুসহ আশপাশের এলাকায় ৮-১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে, এতে ট্রেন চলাচলে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগবে।

বন্যার কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। নদীর পানি বাড়ায় মনু রেলওয়ে ব্রিজ ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আরও