জনপ্রশাসন
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষকতার চাইতে মহান পেশা আর নেই। আমি নিজে একজন
শিক্ষক। একটি সন্তানকে সফল হিসেবে গড়ে তোলা একটি মহৎ কাজ।
রোববার
(২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে বিশুদ্ধ সুপেয় পানির একটি
প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ফরহাদ
হোসেন বলেন, একজন শিক্ষার্থী সফল হলে সম্মান বাড়ে তার পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন
থেকে শুরু পাড়া প্রতিবেশীদেরও। আর সেই কজাটিই করে থাকেন শিক্ষকরা। মেহেরপুরে আমার শৈশব
কেটেছে। এখানেই পড়ালেখা করেছি আমি। ফলে এ বিদ্যালয়ের প্রতি আমার একটি আলাদা অনুভূতি
কাজ করে।
জনপ্রশাসন
প্রতিমন্ত্রী বলেন, আমার বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো অবকাঠোমো নির্মাণ করতে পারিনি। তবে মাটি পরিক্ষার
কাজ চলছে। দ্রুত দুটি বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার রাফিউল আলম, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলামসহ অনেকে।