পুনর্খননে নেত্রকোনার সোয়াই নদে বেড়েছে পানিপ্রবাহ

দখল-দূষণে অস্তিত্ব বিলীন হতে বসেছিল নেত্রকোনার সোয়াই নদের। প্রবাহ স্বাভাবিক রাখা এবং সেচ সুবিধাসহ মৎস্য আহরণের জন্য পুনর্খনন করা হয় পূর্ব ধলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি।

দখল-দূষণে অস্তিত্ব বিলীন হতে বসেছিল নেত্রকোনার সোয়াই নদের। প্রবাহ স্বাভাবিক রাখা এবং সেচ সুবিধাসহ মৎস্য আহরণের জন্য পুনর্খনন করা হয় পূর্ব ধলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি। ৪৬ কিলোমিটার দীর্ঘ নদীর খননকাজ শেষ হয়েছে ১৫ জুন। ফলে দীর্ঘ ৫০ বছর পানিশূন্য থাকা নদীটি এবার প্রাণ ফিরে পেয়েছে। বেড়েছে পানির প্রবাহ।

প্রকল্প সূত্রে জানা গেছে, নেত্রকোনায় তিনটি নদী ও ১২টি খাল পুনর্খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২০৫ কোটি টাকা। পূর্ব ধলার সোয়াই ছাড়াও কালীহর ও লাউয়ারী নদীও খনন করা হচ্ছে। তিনটি নদীর মোট দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। নদী তিনটিই দখল-দূষণে হারিয়ে যেতে বসেছিল। সোয়াই নদীর খনন চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়। নদী খননের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যে শেষ করার কথা। তবে তার আগেই সোয়াই নদী খননকাজ শেষ করা হয়েছে বলে জানান নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান।

তিনি বলেন, ‘কয়েক বছর ধরে সোয়াই নদী খননের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। নদীটি খননে প্রকল্পের আওতায় বরাদ্দ দেয়া হয় ২৬ কোটি ৭১ লাখ টাকা। সোয়াই ছাড়াও কালীহর ও লাউয়ারী নদীর খননকাজ চলমান। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ১২টি খাল পুনর্খননের জন্য ২০৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খননের পর পূর্ব ধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এবং নেত্রকোনা সদরের চল্লিশার পাশ দিয়ে প্রবাহিত সোয়াই নদীটি প্রাণ ফিরে পেয়েছে।’

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাস্মদ নুরুজ্জামান বলেন, ‘সোয়াইর নদী খনন কৃষি ও মৎস্য চাষ বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে। নদীর আশপাশের জমিতে সেচসুবিধা নিশ্চিত হবে। তাতে কৃষকের খরচও কমে আসবে।’

নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বণিক বার্তাকে বলেন, ‘ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে সৃষ্ট সোয়াই নদী গৌরীপুর হয়ে নেত্রকোনায় প্রবেশ করেছে। শ্যামগঞ্জ বাজারের প্রবাহিত নদীটি পূর্ব ধলা পর্যন্ত দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। কৃষি ও মৎস্যচাষের জন্য নদীর নাব্য পুনরুদ্ধারে পানি উন্নয়ন বোর্ড জরিপ চালায়। মৃতপ্রায় তিনটি নদী ও ১২টি খাল পুনর্খননের জন্য প্রকল্প তৈরি করা হয়। তিনটি নদী এবং ১২টি খাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে খননকাজ করা হচ্ছে।’

আরও