উখিয়ায় রোহিঙ্গা পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্যাম্পের বাসিন্দাদের ধারণা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্যাম্পের বাসিন্দাদের ধারণা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার লাল পাহাড়সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরিবারটি সেখানে অস্থায়ীভাবে বসবাস করছিল।

নিহতরা হলেন উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের ১০৪ নম্বর ব্লকের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।

উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে ১৫-২০ জন তাদের বাড়িতে ঢুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আহমেদ হোসেন ও তার ছেলে সৈয়দুল আমিন মারা যান। আহত হয় মেয়ে আসমা। প্রথমে তাকে পাশের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।’

তিনি আরো জানান, সৈয়দুল আমিন ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তার প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। হামলার পর তারা লাল পাহাড় এলাকার দিকে পালিয়ে যায়। পরিবারটি সম্ভবত নিরাপত্তা সমস্যার কারণে ১৭ নম্বর ক্যাম্প থেকে ২০ নম্বর ক্যাম্পে চলে এসেছিল।

আরও