রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের
সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এবারের নির্বাচনে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের
১০৫টি ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। সবগুলো কেন্দ্রেই এবার
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বুধবার
সকাল ৯ টার দিকে ভোট দেবেন নগরীর রাণীর দিঘির পাড়ের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজিয়েট
স্কুল কেন্দ্রে।
আরেক মেয়র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র দেয়াল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র
প্রার্থী মনিরুল হক সাক্কু সকাল ১০ টার দিকে ভোট দিতে যাবেন নগরীর উত্তর চর্থা এলাকার
নবাব হোচ্ছাম হায়াদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম
উদ্দিন কায়সার নগরীর রাণীর দিঘির পাড়ের কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা কেন্দ্রে সকাল ৮ টার দিকে ভোট দিতে যাবেন
বলে জানা গেছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) সকাল
১০টার দিকে পদুয়ার বাজার হাজি আক্রাম উদ্দিন বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাবে। আরেক
স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের কামরুল আহসান বাবুল সকাল ১০টার পর দক্ষিণ চর্থা বড়
পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাবেন বলে জানা গিয়েছে।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচনের
সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং অফিসারসহ
আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা এরই মধ্যে কেন্দ্রে পৌঁছেছেন।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ
মঙ্গলবার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসির নির্দেশনা অনুযায়ী সব ধরনের
প্রস্তুতি নেয়া হযেছে। এবারের ভোট হবে শংকামুক্ত ও উৎসব মুখর পরিবেশে। তারা ভোটারদের
ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেয়ারও আহবান জানান।