শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর। সোমবার শিক্ষার্থীদের দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই তারা পদত্যাগ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ববির ভিসি অধ্যাপক ড. মোহাম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষা সচিব বরাবর ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম ববির রেজিস্টার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
আজ শিক্ষার্থীদের পূর্বঘোষিত ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে তারা পদত্যাগ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববির সমন্বয়ক সুজয় সুভ বলেন, শিক্ষার্থীদের এক পক্ষ ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। অপর পক্ষ ভিসি ও প্রক্টরের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঠিক তখনই খবর আসে তারা পদত্যাগ করেছেন।