বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আফনান পাটোয়ারীর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন তার পরিবারের জন্য খুশির খবর হতে পারত। কিন্তু খুশি উদযাপনের জন্য সে মানুষটি আর জীবিত নেই। আফনানের মা নাছিমা আক্তার, বোন জান্নাতুল মাওয়া এবং পরিবারের সদস্যরা সেই আনন্দের মুহূর্তে সীমাহীন শূন্যতা ও কষ্ট অনুভব করছেন।
আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে আফনানের মা নাছিমা আক্তার বলেন, আমার ছেলের ভালো ফলাফল হয়েছে। কিন্তু যার জন্য আমি খুশি হতাম সে তো নেই। ২ মাস ১২ দিন আগে আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। ছেলের সঙ্গে আমারও মৃত্যু হয়ে গেছে। এখন এ খুশি উদযাপন করবে কে? ওরা আমার কোল শূন্য করে দিয়েছে।
আফনান লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকার বাসিন্দা এবং ভিক্টোরি কলেজের ছাত্র ছিলেন। তিনি এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিদেশে পড়াশোনার জন্য আফনানের স্বপ্ন ছিল। কিন্তু সে স্বপ্ন এখন ভেঙে গেছে।
আফনানের বড় বোন জান্নাতুল মাওয়া বলেন, আমার ভাই শুধু আমার ভাই-ই ছিল না। সে ছিল আমার বন্ধু। বাবার মৃত্যুর পর সে আমাকে সান্ত্বনা দিত। এখন কে আমাকে সান্ত্বনা দেবে? প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আমার ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেফতার করা হোক।
উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান। তার মা নাছিমা আক্তার ১৪ আগস্ট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।