রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে 'চতুর্থ শিল্প বিপ্লবে পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের ভূমিকা' শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান বিভাগের প্রেস অ্যান্ড পাবলিসিটি কমিটির কনভেনর প্রফেসর ড. মোছা. পাপিয়া সুলতানা লিখিত বক্তব্যে জানান, ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্দেশ্য বিশ্বব্যাপী পেশাদারদের একত্রিত করা, চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগতির বিষয়ে আলোচনা করা এবং ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। প্রধান বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক মধুমিতা ঘোষ, অধ্যাপক মীর মাসুম আলী, অধ্যাপক শাহজাহান খান ও অধ্যাপক আদিত্য বাগচী।
তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে থাকবে ব্যবসায়িক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ইন্টারনেট অফ থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা, থ্রি ডি প্রিন্টিং এবং ক্লাউড কম্পিউটিং।
সম্মেলনের উদ্দেশ্যগুলো মধ্যে রয়েছে, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির সাথে খাপ খাইয়ে চলার জন্য তথ্য বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার মাধ্যমে নতুন উদ্ভাবন ও সমাধান খোঁজা।
এছাড়াও পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। সম্মেলনে তথ্য বিজ্ঞানের প্রায়োগিক দিক, মেশিন লার্নিং ও পরিসংখ্যানের মাধ্যমে ডেটার নিদর্শন উন্মোচনের বিষয়গুলোও আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ও সম্মেলনের কো-কনভেনর অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কনভেনর অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান শাহ, কো-কনভেনর অধ্যাপক ড. রিপতার হোসেন এবং অধ্যাপক ড. দুলাল চন্দ্র রায়সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা।
উল্লেখ্য, ২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭ম আন্তর্জাতিক সম্মেলনও পরিসংখ্যান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল।