কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত)। আজ বুধবার রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। দুজনের ভোটের ব্যবধান মাত্র ৩৪৩। যদিও এ ফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু। তার দাবি, কিছু কেন্দ্রের ফল আটকে তাকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে নিরবচ্ছিন্নভাবে। রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীকে আরফানুল হক পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। মূলত তাদের দুজনের মধ্যেই মূল লড়াইটি হয়েছে।
এছাড়া ঘোড়া প্রতীকে নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজারের বেশি ভোট।
গত ২৫ এপ্রিল সোমবার কুসিকের তৃতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হয়।