গত ২১ জুলাই ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও প্রায় তিন মাস পিছিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (৫৩তম ব্যাচের) ক্লাস। এতে প্রায় দুই হাজার নতুন শিক্ষার্থী এসেছে ক্যাম্পাসে। একদিকে নানা আয়োজনে উৎসবের আমেজ ফিরে এসেছে অন্যদিকে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থাপনার কারণে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
সরেজমিন বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে দেখা যায়, আবাসিক হলগুলোর নোটিস বোর্ডের সামনে নবীন শিক্ষার্থীদের ভীড়। নোটিস বোর্ড থেকে কক্ষ নম্বর দেখে নির্ধারিত সিটে উঠছেন তারা। কোনো কোনো হলের পক্ষ থেকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে নিচ্ছে শিক্ষার্থীদের। হলে শিক্ষার্থীদের কক্ষে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নাইম হোসেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আসনপ্রাপ্ত। নাইম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সরাসরি সিটে উঠে যাব বিষয়টি স্বপ্নের ছিল। হলে ওঠার পর স্যাররা এসে আমাদের খোঁজ-খবর নিয়েছেন। সার্বিক ব্যবস্থাপনায় আমি খুশি।
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, দায়িত্ব নেয়ার কিছুদিন হলেও নবীন শিক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করেছি একটা ভালো পরিবেশ উপহার দেয়ার। আপাতত সেটা আমরা পেরেছি বলে মনে হয়।
সরেজমিন বিভিন্ন হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আমি এখন পর্যন্ত ৫টি হল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সুন্দর মনে হয়েছে। এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা বিভিন্ন দায়িত্ব পেয়েছি। তাদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে গণরুম বিলুপ্ত করে র্যাগিং ও মাদক নির্মূলে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এর ধারাবাহিকতা বজায় থাকবে।