সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ ফেরত দিয়েছে মেঘালয় রাজ্য পুলিশ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ ফেরত দিয়েছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ ফেরত দিয়েছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ ফেরত পাঠানো হয়।

পান্না পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। গতকাল এশার নামাজের পর বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে পান্নার স্ত্রী আইরিন পারভীন বাঁধনের কবরে তাকে দাফন করার কথা। পান্নার বড় ভাইয়ের শ্যালক জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্বজনের আবেদনের প্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ শেষে মেঘালয় পুলিশ তামাবিল পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান পান্না। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। বৃহস্পতিবার মেঘালয় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মরদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।

আরও