সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কম দামে সবজি বিক্রি করছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকালে এ কার্যক্রম শুরু করেন তারা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। কলেজের প্রধান ফটকের বিপরীতে বসানো হয়েছে বিক্রয় কেন্দ্র। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০-৪০০ টাকায় বিক্রি হলেও শিক্ষর্থীরা ২৫০ টাকায় দিচ্ছেন। এছাড়া অন্যান্য সবজিও কম দামে বিক্রি হচ্ছে।