জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দম্পতিকে ডেকে এনে স্বামীকে হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে সাভার মডেল থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেফতার করে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব
তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার
(ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী।
গ্রেফতাররা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক
সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের
শিক্ষার্থী সাব্বির হাসান।এছাড়াও পলাতক রয়েছেন মো. মামুনুর রশিদ এবং স্বামীকে আটকে
রাখায় সহায়তা ও মারধর করা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী
মো. মুরাদ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী বলেন, কিছুদিন ক্যাম্পাসে
থাকবেন বলে ভুক্তভোগীর স্বামীকে মামুনের কাপড় নিয়ে ক্যাম্পাসে আসার জন্য স্ত্রীকে বলতে
বলেন। স্বামী তার স্ত্রীকে ক্যাম্পাসে ডেকে আনেন।
এদিকে ভুক্তভোগীর স্বামীকে হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে নিয়ে বেঁধে রেখে মারধর করেন অভিযুক্তরা। অন্যদিকে মুস্তাফিজ ও মামুন ভুক্তভোগী নারীকে হল
সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। প্রায় দেড় ঘণ্টা পর ওই
নারী ও তার স্বামীকে ছেড়ে দেয়া হয়।