বান্দরবানে র্যাবের অভিযানে গ্রেফতার নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ জন ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১০ সদস্যের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ ১৭ আসামিকে রাঙ্গামাটির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে তোলা হয়। কিন্তু আসামি পক্ষের কোনো আইনজীবী ও পরিবারের সদস্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন। পরে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
সম্প্রতি রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা ও বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাঙ্গামাটি কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ জন ও কেএনএফের ১০ জন সদস্যকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা টাকা দিয়ে কেএনএফের কাছ থেকে প্রশিক্ষণ নিতো।