রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সালেহ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চার বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। উপাচার্য হিসেবে ড. নকীব বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য ড. সালেহ হাসান নকিব বণিক বার্তাকে বলেন, অবশ্যই এটি একটি বড় দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সবার সহযোগিতা কামনা করছি।

ড. সালেহ হাসান নকীব ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ২০১৭ সালে পদার্থবিজ্ঞানের গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য তিনি ডিনস অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার পেয়েছেন।

আরও