পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চাষীরা। সরকারের বেঁধে দেয়া দামও পাচ্ছেন না তারা। উল্টো দাম কমিয়ে দিয়েছেন কারখানার মালিকরা। এবার সড়কে চা পাতা ফেলে প্রতিবাদ করেছেন চাষীরা। গতকাল বিকালে আয়োজিত মানববন্ধনে প্রতি কেজি চা পাতার দাম ৪০ টাকা নির্ধারণের দাবি জানান তারা। এছাড়া জেলার পাঁচ উপজেলায় সরকারি চা কারখানা স্থাপনসহ আট দফা দাবি ঘোষণা করেন বক্তারা।