সীমান্তে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী কিশোর জয়ন্ত কুমার নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী কিশোর জয়ন্ত কুমার নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেন।

বিক্ষোভকারীরা এ সময় ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান দেন। 

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ভারত সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবির শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। সীমান্তে প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল বলেন, ভারতীয় মন্ত্রী রাজনাথ সিংকে বলতে চাই, আপনার নিজের দেশে নজর দিন। বাংলাদেশকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। 

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, সীমান্তে ভারত যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা বিশ্বের অন্য কোথাও হয় না। আমরা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার চাই। এসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে।

মানববন্ধনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক অংশগ্রহণ করেন। এর আগে, সোমবার রাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শিক্ষার্থীদের আয়োজনে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও