মা-ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মাছ শিকারে বিরত রাখতে ৩ হাজার ৭৫০ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ দিনে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৩৫ কেজি ইলিশ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে গতকাল সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স কমিটি।