পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘নরসিংদী জেলা কারাগারে নারকীয় হামলা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ হামলা করেছে।’ গতকাল দুপুরে কারাগার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘হামলাকারীরা কারাগারে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। বন্দিদের ছেড়ে দিয়েছে। যেসব বন্দি যেতে চায়নি, তাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এ ধরনের হামলার ঘটনা উপমহাদেশে আমরা কখনো দেখিনি। কারাগারে বন্দি জঙ্গিরা যাতে ছাড়া পায়, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়—এজন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। হামলাকারীদের হাত থেকে সাংবাদিকরাও রেহায় পাননি।’
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানান, লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২১টি ও ১ হাজার ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৪ জনকে। যারা অস্ত্র লুট করেছে, অস্ত্রসহ তাদের ধরিয়ে দিতে পারলে বিশেষ পুরস্কার দেয়া হবে। অস্ত্র উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। হামলাকারীদের বিষয়ে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।