রাঙামাটিতে বজ্রপাতে ইউপি সচিবের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে জয় লাল চাকমা (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মারা গিয়েছেন। তিনি ৩ নম্বর বুড়িঘাট ইউপির সচিব ছিলেন। আজ শুক্রবার বিকালে বৃষ্টিপাতের সময়ে নিজ বাড়িতে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে জয় লাল চাকমা (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মারা গিয়েছেন। তিনি ৩ নম্বর বুড়িঘাট ইউপির সচিব ছিলেন। আজ শুক্রবার বিকালে বৃষ্টিপাতের সময়ে নিজ বাড়িতে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষণ নারী ইউপি সদস্য কল্পনা চাকমা। তিনি জানান, বজ্রপাতে মৃত্যু হওয়া জয় চাকমা ছিলেন সত্য লাল চাকমার একমাত্র সন্তান। 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

জয় চাকমার মৃত্যুতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুল রহমান শোক প্রকাশ করেছেন।


আরও