নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে পুড়ে ৫৪ জনের মৃত্যুর ঘটনায় কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে মামলা থেকে কারখানার মালিক ও তার চার ছেলেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ঘটনার দুই বছর পর রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক মোকছেদুর রহমান ১৩ পৃষ্ঠার এ অভিযোগপত্র দাখিল করেন। এ নিয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। ৯ সেপেম্বর অভিযোগপত্রের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনে শাহ আজাদ (৪৩), উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ (৫৪), সিভিল ইঞ্জিনিয়ার কাম প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন (২৬) ও প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল ও ইলেকট্রিক) ওমর ফারুক (৩৮) এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নেছার উদ্দিন (৪০) ও সৈকত মাহমুদ (৩৭)।
অভিযোগপত্র থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন কারখানার মালিক এজাহারভুক্ত আসামি আবুল হাসেম (৭০) ও তার চার ছেলে হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), তাওশীফ ইব্রাহিম (৩৩) ও তানজীম ইব্রাহিম (২১)।