মেহেরপুরের
গাংনী উপজেলার ধলা গ্রামে জোড়া খুনের ঘটনায় আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬
জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে নিহতের চাচাত ভাই বেল্টু হোসেন বাদি হয়ে
গাংনী থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ এরইমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। গাংনী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার
তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, গত ৮ নভেম্বর নির্বাচনী প্রচারনা ও
পুর্বশত্রুতার জেরে মেম্বার পদপ্রার্থী আতিয়ার রহমানের সমর্থকরা আজমাইন হোসেন
টুটুলের লোকজনের ওপর হামলা করে। এতে দুই সহোদর সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম নিহত
হন। আহত হয় নারীসহ অন্তত ২০ জন। ওই দিন বিকালে দুজনের মরদেহ ময়না তদন্ত শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওই খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচাত ভাই বেল্টু হোসেন। এতে গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে প্রধান করে ৬৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মামলার এজাহার ভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন ওই গ্রামের মহব্বত আলী, আক্তার হোসেন, কাটু মিয়া ও নজরুল ইসলাম।
গাংনী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বেল্টু হোসেন বাদি হয়ে হত্যা
মামলা দায়ের করেছেন। এ মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের
গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আগামীকাল
হতে যাওয়া ইউপি নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য
নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলেও জানান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) বজলুর রহমান।