কুমিল্লায় সহিংসতার ঘটনায় গ্রেফতার ১১৫

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে পুলিশের পক্ষ থেকে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।


পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


তিনি বলেন, গত কয়েকদিনের নাশকতায় যারা কুমিল্লায় ইন্ধন দিয়েছেন এবং গুজব ছড়িয়েছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এ সময় তিনি জানান, গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট। কোনো তথ্য ছড়িয়ে পড়লে এর সত্যতা নিশ্চিত হওয়ার জন্য তিনি কুমিল্লাবাসীকে অনুরোধ জানান।


এদিকে জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কুমিল্লার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বুধবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। বৃহস্পতিবারও একই সময়ে কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও