ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
বরিশাল নগরীর বিভিন্ন সড়কে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যা স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগে ফেলেছে। তবে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসন জরুরি প্রস্তুতি নিয়েছে। বরিশালে ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রতি কেন্দ্রে ৫০০ জন করে আশ্রয় নিতে পারবে। এছাড়া ৭৯৮টি মাধ্যমিক ও ১৫৯০টি প্রাথমিক বিদ্যালয়কেও আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় নগদ ১২ লাখ টাকা, ৫৬৯ মেট্রিক টন চাল, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরিশালের ১০টি উপজেলায় মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে। এছাড়াও সিপিপির ৩২ হাজার স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক, স্কাউট ও বিএনসিসির সদস্যরা এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এবং সেখানে শুকনো খাবার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে। উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছে।