মুন্সিগঞ্জে সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১৪২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মো. মঞ্জিল মোল্লা বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মুন্সিগঞ্জ সদর থানায় করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরো ১০০-১৫০ জন নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি খলিলুর রহমান।
তিনি জানান, মামলায় মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ-৩ আসনের মোহাম্মদ ফয়সালসহ ১৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর অভিযোগ দাখিল করলে গতকাল সকালে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আহত মঞ্জিল মোল্লা (৫৩) মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গুলির আঘাতে তার খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তার পিঠ, হাত ও পেটে গুলিবিদ্ধ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় এখন পর্যন্ত তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।