গাংনীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে ছাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা অভিযোগে উঠেছে। দাম্পত্য কলহের জের ধরে আজ বুধবার ভোরে স্বামী বিদ্যুৎ হোসেনের আঘাতে তিনি নিহত হন। ওই ঘটনার পর বিদ্যুৎ পালিয়ে গিয়েছেন

মেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে ছাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। দাম্পত্য কলহের জের ধরে আজ বুধবার ভোরে স্বামী বিদ্যুৎ হোসেনের আঘাতে তিনি নিহত হন। ওই ঘটনার পর বিদ্যুৎ পালিয়ে গিয়েছেন।

বিদ্যুৎ হোসেন হুদাপাড়া গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয় ও ছাবিনার বাবার পরিবার সুত্র জানায়, এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ছাবিনা খাতুনের সঙ্গে কুঞ্জনগর হুদাপাড়া গ্রামের দিনমজুর বিদ্যুৎ হোসেনের বিয়ে হয়। এটি ছাবিনার দ্বিতীয় ও বিদ্যুতের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

তারা দাবি করেন, আজ ভোরেও দুজনের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে বিদ্যুৎ। কয়েকটি আঘাতের পর ছাবিনা মারা যায়। এরপর বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া ও বিদ্যুৎকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও