গাজীপুর নগরীর মালেকের বাড়িতে বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিক ও গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন বকেয়া। তারা বলছেন, মালিক পক্ষকে বারবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। তাই এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের অবরোধের কারণে বেশকিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে।’