পঞ্চগড়ে শরতেই শীতের আগমনী বার্তা

পঞ্চগড়ে আশ্বিন মাসের শেষের দিকে এসে গত দুদিন থেকে কুয়াশা দেখা দিয়েছে। প্রতিদিন ভোরবেলা থেকে সকাল দশটা পর্যন্ত হাল্কা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। তবে কুয়াশার স্থায়িত্ব খুব বেশি নয় । সূর্য উঠলেই কুয়াশা কেটে যায়। বর্তমানে শরৎকাল হলেও কুয়াশার কারণে পঞ্চগড়ের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। কমতে শুরু করেছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

পঞ্চগড়ের মানুষ শীত মোকাবেলায় অভ্যস্ত । তবে বর্তমানে প্রতিদিন সকালে এই উষ্ণ-শীতল আবহাওয়া উপভোগও করছে পঞ্চগড়বাসী। তাপমাত্রা নেমে এসেছে ২৩ ডিগ্রীর ঘরে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে কুয়াশার মাঝে হাঁটতে বের হতে দেখা গেছে কাউকে কাউকে। মৃদু বেগে মাঝে মাঝে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৬টায় ২৩ দশমিক ২ ডিগ্রী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রিতে বিরাজ করছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি, শুক্রবার (১১ অক্টোবর) সর্বোচ্চ ৩১ দশমিক ৮ ও সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রি এবং গতকাল শনিবার (১২ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রি বিরাজ করছিল পঞ্চগড় জেলায়।

রোববার পঞ্চগড় করতোয়া সেতুর সামনে তালমা এলাকার অটোচালক মইনউদ্দিন জানান, গত দুদিন থেকে সকাল বেলায় কুয়াশা পড়ছে। সকাল নয়টা বেজেছে কিন্তু এখনো সূর্যের দেখা নেই। হালকা হালকা ঠান্ডা লাগছে। এ বছর মনে হয় আগাম শীত পড়বে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আসলে গত কয়েকদিন থেকে তাপমাত্রা কমে গিয়ে কুয়াশার দেখা মেলায় শীতের আগমনী বার্তা দেখা দিয়েছে। আগমি দিনগুলোতে তাপমাত্রা আরো কমে যেতে পারে। বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে। আশ্বিন মাস জুড়ে আবারও তাপমাত্রা কমে যাবে। ধীরে ধীরে নামবে শীত।

আরও