কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

আট বছর পর অধ্যক্ষ পদে ফিরেছেন আতাউর রহমান

কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ পদ আট বছর পর ফিরে পেয়েছেন ড. মো. আতাউর রহমান।

কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ পদ আট বছর পর ফিরে পেয়েছেন . মো. আতাউর রহমান। উচ্চ আদালতের নির্দেশে সেপ্টেম্বর তিনি পুনরায় কেবি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

আতাউর রহমান কেবি কলেজে অধ্যক্ষ হিসেবে ২০০৬ সালে যোগদান করেন। ২০১৫ সালে কলেজটির গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক . সাখাওয়াত হোসেন। অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়াই আতাউর রহমানকে বরখাস্ত করেন . সাখাওয়াত। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জজ কোর্টে মামলা করলে ২০১৮ সালে আদালত বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন। এর কিছুদিন পর প্রত্যাহারের আদেশের বিপক্ষে আপিল করে তাকে বরখাস্ত (পূর্ণাঙ্গ) করা হয়। ছয় বছর আইনি লড়াইয়ের পর ২৯ আগস্ট উচ্চ আদালত তাকে অধ্যক্ষ পদ ফিরিয়ে দিতে আদেশ দেন।

অধ্যক্ষ . মো. আতাউর রহমান বলেন, ‘সত্যের জয় হয়েছে। সারাজীবন সততার সঙ্গে কাজ করেছি। আমি আইনের প্রতি আস্থাশীল ছিলাম, তাই কোথাও তদবির না করে আইনের মাধ্যমে অধ্যক্ষের পদ ফিরে পেয়েছি।

আরও