কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর মধ্যমপাড়া এলাকায় শতবর্ষী একটি কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর এলাকায় মানববন্ধনে কবরস্থানটি উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পীরযাত্রাপুর মধ্যমপাড়া এলাকার ১ নম্বর খাস খতিয়ানের সাবেক ৩৫৭ ও হালদাগ ৮৯৯ এর অধীনে থাকা ২৩ শতক জমি সরকারি খাতায় কবরস্থান হিসেবে লিপিবদ্ধ রয়েছে। মুজিবুর রহমান এই জমিটি দখল করে সেখানে পীর মহব্বত আলী দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। তবে স্থানীয়দের দাবি, এতিমখানায় কোনো এতিম শিশু নেই। সেখানে ২০-২২ জন শিশু ভর্তি থাকলেও তাদের প্রত্যেকের কাছ থেকে মাসিক চাঁদা নেয়া হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই সরকারি ক্যাপিটেশন গ্রান্টের টাকা আত্মসাৎ করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ৯০ বছর বয়সী রমিজ উদ্দিন জানান, এটি তাদের পারিবারিক কবরস্থান। এখানে তার বাবা-মা, ভাইসহ অনেকের কবর রয়েছে। কিন্তু তারা এখন কবর জিয়ারত করতে পারছেন না।
একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ছোটবেলা থেকেই তারা কবরস্থানটি দেখেছেন। তবে মুজিবুর রহমান সেখানে মাদ্রাসা নির্মাণ করেন এবং স্থানীয়দের বাধা দিলে তাদের নামে মামলা করেন।
পীরযাত্রাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জমিটি সরকারি কবরস্থান হিসেবে খতিয়ানভুক্ত। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক।
অভিযুক্ত মুজিবুর রহমানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।