লক্ষ্মীপুরের সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা এলাকায় এক যুবককে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটক যুবকের নাম সোহেল। তিনি একই এলাকার হারুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে সোহেল, আরিফ ও আলমগীর একই এলাকার প্রতিবেশী তারেককে গুলি করার হুমকি দেন। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে পালিয়ে গেলেও ধরা পড়েন সোহেল। পরে তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি খেলনা পিস্তল ও ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সদস্য ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সোহেলকে অস্ত্রসহ হেফাজতে নেয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন বলেন, স্থানীয় ছাত্র-জনতা আমাদের কাছে অস্ত্রসহ এক যুবককে হস্তান্তর করেছে। তার কাছে একটি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও একটি খেলনা পিস্তলও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।