নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া ও সুবর্ণচরের প্রান্তিক জনগোষ্ঠীর ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেয়া হয়েছে।
ঢাকার তুর্কি দূতাবাস, ব্ল্যাডম্যান, দারাজ বাংলাদেশ, টিকা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এবং চন্দ্রকলি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগীদের সেবা প্রদান করে ঢাকা থেকে আসা ১০ সদস্যের মেডিকেল টিম।
মেডিকেল ক্যাম্পের আয়োজক মো. শাখাওয়াত উল্লাহ জানান, এখানে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্থানীয় জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।