শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সা’দ আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে ড. মামুনকে অব্যাহতি দেয়া হয়েছে।’