নোয়াখালীতে আগুনে পুড়ে একজনের মৃত্যু, অগ্নিদগ্ধ-৩

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিটে বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের নুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিটে বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের নুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মো. নুরুল ইসলাম (৬৩) ওই গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের ছেলে মো.সেলিম (৩৮) ও তার স্ত্রী মায়া বেগম (৩২) নিহতের বেয়াইন সেফালী বেগম (৫০)। অগ্নিদগ্ধ  মায়া বেগম ও সেফালী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।  

সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন জানান, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক মিটারে শট সার্কিটে বসতঘরে আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধ নুরুল ইসলামের শরীরে পড়লে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তার ছেলে, ছেলের স্ত্রীসহ তিন জন তাকে বাঁচাতে গেলে অগ্নিদগ্ধ হন তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, অগ্নিদগ্ধ  মায়া বেগম ও সেফালী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।


আরও