জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিজ্ঞান জ্ঞানের ভাণ্ডার হাতের মুঠোয় এনে দিয়েছে। যেকোনো তথ্য প্রয়োজন হলেই ইন্টারনেটের সহযোগিতায় আমরা পাচ্ছি। জ্বর-কাশি হলে ডাক্তারের কাছে না গিয়েও বিজ্ঞানের বদৌলতে আমরা সেবা পাচ্ছি। ছাত্রছাত্রীরা এখন বাড়িতে বসেই ক্লাস করতে পারছে। বাড়িতে বসেই বিভিন্ন বিল পরিশোধ করতে পারছে মানুষ। ই-ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে।
গতকাল সকালে ‘তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার: আসক্তি রোধ’
প্রতিপাদ্যে মেহেরপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
ডিজিটাল বিপ্লব নিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান করে চলেছি। দেশের যেকোনো শিক্ষিত ছেলে-মেয়ে দেশে বসে নিউইয়র্কে চাকরির জন্য আবেদন করতে পারছে। ঘরে বসেই অনলাইনে আয়ও করছে ছেলে-মেয়েরা।
বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এত দ্রুত ডিজিটাল বাংলাদেশ সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বিজ্ঞান মেলায় জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭টি স্টল অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট স্টলগুলোয় শোভা পাচ্ছে।