মুন্সিগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি (২৩) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরকাদিমের কালিন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের তথ্যমতে, গত শনিবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শুভ। তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সোমবার রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা মুকুল বেপারি জানান, ঘটনার দিন শুভ বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় ফোনে জানতে পারেন, স্থানীয় নাজমুল নামের একজনকে কয়েকজন আটকে রেখেছে। নাজমুলকে উদ্ধার করতে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে গেলে শুভর সঙ্গে ফয়সালের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সাল শুভকে ছুরিকাঘাত করে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সন্দেহভাজন ফয়সালকে আটক করে। নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।