কক্সবাজার
সমুদ্রসৈকতে আরো এক জেলের মরদেহ
ভেসে এসেছে। গতকাল সকাল ৬টার দিকে সৈকতের পশ্চিম কুতুবদিয়াপাড়া পয়েন্টে মরদেহটি ভেসে আসে। এ নিয়ে দুদিনে
ছয় জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সি সেইফ লাইফ গার্ডের ওসমান গণি। তিনি জানান, সৈকতের পশ্চিম কুতুবদিয়াপাড়া পয়েন্টে এক জেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা মরদেহটি কূলে নিয়ে আসেন। পরে পুলিশ মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের পরিচয় মেলেনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মছিউর রহমান বলেন, ‘গতকাল ভোরে এক জেলের মরদেহ ভেসে আসে। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের বেশ কয়েকটি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৭০ জন মাঝিমাল্লা রয়েছেন। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। এর মধ্যে আটটি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলেকে উদ্ধার হয়েছে। গতকাল ও আগের দিন ছয় জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।