স্বপদে পুনর্বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অপসারিত কাউন্সিলররা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার (২৩ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুসিকের ২১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানা ধরনের মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। চরম বৈষম্যও করা হয়েছে। এখন আমাদের পুনর্বহাল না করা হলে দেশের ১২টি সিটির সমমনা কাউন্সিলরদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
সংবাদ সম্মেলনে অপসারিত কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, রাজিউর রহমান রাজীব ও তাহমিনা আক্তার লিন্ডা। এ সময় আবদুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবুল, রেজাউল করিম, কাজী জিয়াউল হক, মহিবুর রহমান ও রুমা আক্তার সাথীসহ অন্যান্য সমমনা নির্দলীয় অপসারিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
তারা বলেন, ২০২২ সালের ১৫ জুন কুসিকের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই বছরের ২৩ জুন গেজেট প্রকাশের পর তারা দায়িত্ব গ্রহণ করেন। এরপর নিজ নিজ ওয়ার্ডে উন্নয়ন ও জনগণের সেবা করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অপসারণ করে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়।
তাদের অভিযোগ, অপসারিত হওয়ার পর থেকে জনগণ সেবাবঞ্চিত হচ্ছে এবং এলাকার উন্নয়ন থেমে আছে। এতে জনদুর্ভোগ বেড়ে চলেছে। অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা।
উল্লেখ্য, কুসিকের ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। ৩৬ জন অপসারিত কাউন্সিলরের মধ্যে ১৭ জনই বিএনপি-জামায়াতের ও নির্দলীয়, যারা বৈষম্যের শিকার বলে দাবি করছেন।