অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটকের ৫ ঘণ্টা পর এক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১৩ অক্টোবর) রাত ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় তাকে বিজিবির হাতে তুলে দেয়া হয়।
আটক হওয়া যুবক আল ইমরান রকি (২৬) রংপুর জেলার কোতোয়ালি থানার ধাববগিওয়ালাপারা গ্রামের গাজী বকুলের ছেলে। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন।
জানা যায়, বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের পর ইমরান রকিকে ফেরত দেয়া হয়। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন এবং বিএসএফের পক্ষে ছিলেন হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুভাষ মাহাতো। বৈঠক শেষে তাকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় কিছু দর্শনার্থী দাঁড়িয়ে ছিলেন। এ সময় রকি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের মাঝ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিজিবির সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও সফল হননি। পরে ভারতের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এ বিষয়ে আল ইমরান রকি বলেন, তিনি রংপুর থেকে দুর্গাপূজা দেখতে হিলি সীমান্তে এসেছিলেন এবং দুর্গাপূজা দেখার জন্য রেললাইন পার হয়ে ভারতের দিকে দৌড় দেন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে এবং বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন জানান, যুবকটি সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। আমরা তাকে ধরতে না পারলেও বিএসএফ তাকে আটক করে। এরপর আমরা বিএসএফকে অনুরোধ জানাই এবং বৈঠক শেষে তাকে ফেরত পাওয়া যায়। পরবর্তীতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।