সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায়
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র
সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা
কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে ১ হাজার ৪০০ পর্যটক আটকা পড়েছেন। তাদের
নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী ৩ দিন
পর্যটকদের সাজেকে ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ড. এফএম
ফরহাদ হোসেনে, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. মোতাছেম
বিল্যাহ, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা
ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ সময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন,
সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে অনেক তথ্য,
ভিডিও ও ছবি এসেছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য, ছবি বা
ভিডিও থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা কাউকে ছাড় দেব না।