রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে ব্র্যাকের চুক্তি

এই বুটক্যাম্পে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, ইন্টারভিউ প্রস্তুতি ও ক্যারিয়ার গাইডেন্স দেয়া হবে। চার সপ্তাহব্যাপী এই সেশনে শনিবারসহ প্রতিদিন সর্বোচ্চ তিন ঘণ্টার অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের (বিআইএসডি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। এ চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল দক্ষতা এবং চাকরির ইন্টারভিউ বুটক্যাম্প’ আয়োজন করা হবে। এটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ‘ডিজিটাল স্কিলস অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার শেষে চুক্তিটি সম্পন্ন হয়। এতে রাবির পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম এবং ব্র্যাকের পক্ষে কেন্দ্রীয় সমন্বয়কারী ওসমান গণি স্বাক্ষর করেন।

বুটক্যাম্পে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, ইন্টারভিউ প্রস্তুতি ও ক্যারিয়ার গাইডেন্স দেয়া হবে। চার সপ্তাহব্যাপী এ সেশনে শনিবারসহ প্রতিদিন সর্বোচ্চ তিন ঘণ্টার অধিবেশন অনুষ্ঠিত হবে।

সেমিনারে ড. মো. শরিফুল ইসলাম বলেন, আধুনিক যুগে টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা খুব জরুরি। ব্র্যাকের সঙ্গে এ চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

ব্র্যাকের ওসমান গণি জানান, ব্র্যাক দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের নতুন পথচলা শুরু হলো।

শিক্ষার্থী কামরুজ্জামান কিরন জানান, এ ধরনের কর্মসূচি তাদের দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করে।

সেমিনারে সহকারী অধ্যাপক মো. শরিফ হাসান, ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের কেন্দ্রীয় লিড আশরাফুল আলম, সহযোগী কর্মকর্তা রহমান শিহাবসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও