কুমিল্লায় শ্রমিক দলের নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ

কুমিল্লায় শ্রমিক দলের নেতা মাহবুব হোসেন মামুনের বিরুদ্ধে জোর করে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের তিনটি দোকান দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টমছমব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী ব্যবসায়ী কবির হোসেন ও মুন্নী আক্তার।

কুমিল্লায় শ্রমিক দলের নেতা মাহবুব হোসেন মামুনের বিরুদ্ধে জোর করে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের তিনটি দোকান দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টমছমব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী ব্যবসায়ী কবির হোসেন ও মুন্নী আক্তার।

ভুক্তভোগীরা বলেন, দোকানগুলো দখলমুক্ত করতে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

কবির হোসেন ও মুন্নী আক্তার অভিযোগ করেন, নগরীর চকবাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় তাদের তিনটি দোকান রয়েছে। দোকানগুলো থেকে মাসিক ভাড়া পেয়ে তারা জীবনযাপন করেন। তবে গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দিনে মাহবুব হোসেন মামুন ৫০-৬০ জন সশস্ত্র ব্যক্তিকে নিয়ে দোকানগুলো দখল করেন এবং নিজ নামের সাইনবোর্ড লাগিয়ে দেন। এর কয়েকদিন পরে তাদের কাছ থেকে জোর করে ২০ লাখ ও ২১ লাখ টাকার দুটি চেক নেয়া হয়।

ভুক্তভোগীরা আরো বলেন, তারা বর্তমানে মাহবুব হোসেন মামুন ও তার দলের হুমকির মুখে জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুব হোসেন মামুন নিজেকে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বলেন, তার কাছে দোকানগুলোর মালিকানার প্রমাণ রয়েছে। এ ছাড়া তিনি আর কিছু বলতে রাজি হননি। 


আরও