রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ থেকে ২৬ এপ্রিল। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, ‘দেশের পাঁচ বিভাগে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষায় এক লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার জানান, রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল রাবির ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।