কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

মেহেরপুরের গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত। সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে আনিছ মণ্ডল, একই গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে তাহাজুত হোসেন, সোনাউল্লাহর ছেলে শাকিল হোসেন ও রুবেল হোসেন।

মামলার বিবরণে জানা গিয়েছে- ২০১৫ সালের ২৪ জুলাই গাংনী উপজেলার পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি-কাজিপুর এলাকায় টহল দিচ্ছিলেন। পরে মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা সাহেবনগর নামক স্থানে অবস্থান নেয় পুলিশের টিম। তারা মাইক্রোবাসটি আটকানোর জন্য রাস্তায় ব্যারিকেড দেয়। কিন্তু মাইক্রোবাসের চালক কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় কনস্টেবল আলাউদ্দীন মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। আলাউদ্দীন মাইক্রোবাসের বাম্পারে আটকে গেলে তাকে টেনে হেঁচড়ে ঘটনাস্থল থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে ফেলে দেয়া হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। কনস্টেবল আলাউদ্দীনকে হত্যা ও মাদক পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস (নং- কুষ্টিয়া চ- ০২-০০১১) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রাম থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদী হয়ে গাংনী থানায় আনিছ মণ্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন সিদ্দিক ও রুবেলকে অভিযুক্ত করে মামলা করেন পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুবীর রায়।

বিজ্ঞ আদালত মামলার বাদী বিবাদী ও স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।


আরও