কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে যাতায়াতের সড়কটি বন্যার পানির স্রোতে ভেঙে যায় সাত বছর আগে। এরপর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারে আবেদন জানিয়ে আসছেন এলাকাবাসী। তবে পৌরসভার তৎকালীন ও সাবেক মেয়র মেরামতের উদ্যোগ নেননি। সে সময় গ্রামবাসী নিজেদের অর্থায়নে একটি সাঁকো তৈরি করেন। সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ নীরব থাকায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার সড়ক নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী। তিনদিন ধরে তারা সড়কটি নির্মাণ করছেন।