পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে বরিশালের দুটি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (১৬ অক্টোবর) বিকালে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও চৌমাথা বাজারে পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় পলিথিন ব্যাগ ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার প্রতিস্থাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, ইয়ুথনেটের অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও পার্টনারশিপ সমন্বয়কারী আরিফুর রহমান শুভ ও প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব শুধু পরিবেশের মধ্যেই নয়, জনসাধারণের স্বাস্থ্যের ওপরও তা বিরূপ প্রভাব ফেলে। তাই সবার কথা বিবেচনা করে এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। এক্ষেত্রে সবার মধ্যে সচেতনতা গড়ে তোলার ব্যাপারে বক্তারা মতামত ব্যক্ত করেন।