শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সব পেশারই সামাজিক নিরাপত্তা থাকে, শ্রমিকদের পেনশন স্কিমের আওতায় আনার একটি স্বপ্ন আমাদের রয়েছে। অবসরের পর কাউকে যাতে খালি হাতে ফিরতে না হয়।’
গতকাল দুপুর ১২টায় গাজীপুর মহানগরের টঙ্গীর জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিকস লিমিটেড কারখানায় শ্রমিকদের জন্য টিসিবির খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘শ্রমিকদের জন্য টিসিবির খাদ্যসহায়তা শুরু হয়েছে। দ্রুত দেশের সব শিল্পাঞ্চলে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। টিসিবির এ কর্মসূচির আওতায় শ্রমিকদের ৪৭০ টাকায় পাঁচ কেজি চাল দুই কেজি ডাল ও দুই কেজি ভোজ্য তেল দেয়া হবে।’
তিনি বলেন, ‘দেশের পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। শ্রম অঞ্চলে বহিরাগতরাও শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে। বিগত সময়ে এত লুটপাটের পরও শ্রমিকদের নিরলস শ্রমে এখনো দেশের অর্থনীতি টিকে রয়েছে। দেশের রফতানি আয়ের ৮৩ শতাংশ এখনো পোশাক খাত থেকে আসছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তাদের ১৮ দফা দাবি মেনে নেয়া হয়েছে, বাস্তবায়নও শুরু হয়েছে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘সে আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন, এর সুফলভোগী হওয়ার কথা মেহনতি মানুষ ও শ্রমিকদের। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
মালিক পক্ষের প্রতি শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি শ্রমিকদের ভালো দেখেন, ব্যবসার উন্নতি হবে। সরকারও আপনাদের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।