মহেশখালীতে বিগত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে— জ্বালানি উপদেষ্টা

কয়লা আমদানি নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা দেশে চলে আসবে।

কয়লা আমদানি নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা দেশে চলে আসবে।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের হিলডাউন সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, মহেশখালীতে গত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে। যে কারণে জনকল্যাণে আসছে না। এরকম হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে শুধু লুটপাট করার জন্য। আইনি জটিলতায় কয়লা আমদানি আদালতে ঝুলে থাকায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে মাত্র মাসখানেকের কয়লা মজুদ রয়েছে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল সাড়ে ৮টায় নৌপথে মহেশখালীর মাতারবাড়ি আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

আরও