বিদ্যুৎ ফিরেছে সেন্ট মার্টিনে

সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।

সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। গতকাল সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সেন্ট মার্টিনে বিদ্যুৎ সরবরাহ করে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড। সংস্থাটির প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সবাইকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, একদিন পর দ্বীপবাসী বিদ্যুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে; তাদের সফটওয়্যারের সমস্যার কারণে সরবরাহ বন্ধ ছিল।

এর আগে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে রিচার্জ দেয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে।

আরও