নেত্রকোনায় হাওরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের গোড়াডোবা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের গোড়াডোবা হাওরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুদিন আগে কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের গৌর শংকর তালুকদারের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। বিভিন্ন স্থান থেকে তার স্বজনরা অনুষ্ঠানে যোগ দেন। গতকাল বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, ৩০-৩৫ জন বড়ইউন্দ গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় মধ্যনগরে ফিরছিল। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলা ফুটো হয়ে তলিয়ে যেতে থাকে। 

এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকার যাত্রীরা তাদের উদ্ধারে চেষ্টা করে। কয়েকজন ওই নৌকায় ওঠে। কেউ সাঁতরে তীরে ওঠে। তবে উজ্জ্বলা ও জলি নৌকার ভেতর থেকে বের হতে পারেননি। ডুবে যাওয়া দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও